আজকাল ওয়েবডেস্ক: মেঘলায়ে মধুচন্দ্রিমায় গিয়ে ভয়ঙ্কর পরিণতি মধ্যপ্রদেশের নবদম্পতির। ১১ দিন পর মিলল নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত দেহ‌। এখনও পর্যন্ত নববধূর কোনও খোঁজ মেলেনি। ঘটনার জেরে ব্যাপক শোরগোল পাহাড়ি রাজ্যে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজা ও সোনম মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। গত মাসে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তাঁরা। পুলিশ জানিয়েছে, ২৩ মে শেষবার তাঁদের দেখা গিয়েছিল। শেষদিন নংরিয়াতে গিয়েছিলেন। শিপারা হোমস্টে থেকে একসঙ্গে বেরোতে দেখা গিয়েছিল। তারপর কেটে গেছে ১১ দিন। দু'জনের কোনও খোঁজ পায়নি আপনজনেরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে তদন্ত শুরু করে মেঘালয় পুলিশ। 

অবশেষে মঙ্গলবার ড্রোন উড়িয়ে তাঁদের খোঁজ শুরু করে পুলিশ। পাহাড়ি খাদের মধ্যে থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে তারা। নিথর দেহের পাশেই ছিল রক্তমাখা ছুরি, ফোন। পুলিশ জানিয়েছে, যেখানে তাঁরা স্কুটি রেখেছিলেন, তার ২৫ কিলোমিটার দূরে পাহাড়ি খাদ থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। 

পুলিশ এও জানিয়েছে, এটি আত্মহত্যার ঘটনা নয়। পরিকল্পনামাফিক যুবককে খুন করা হয়েছে। ১১ দিন কেটে যাওয়ার পরেও এখনও নববধূ সোনমের খোঁজ পাওয়া যায়নি। তাঁকেও খুন করা হয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নবদম্পতির পরিবারের তরফে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে।